ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরে নতুন দলের অধিনায়ক হতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০২০ সালের আইপিএলে নতুন দু’টি দল অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কোনো একটিতে সাকিব অধিনায়ক হতে পারেন বলে মনে করছে ভারতীয় স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকট্রাকার।
ক্রিকট্রাকারের খবরে বলা হয়েছে, আইপিএল আবারও ১০ দলের আসরে পরিণত হতে যাচ্ছে। নতুন দুই দলের অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন পাঁচজন। ওই পাঁচজনের তালিকায় রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিব ছাড়াও এ তালিকায় আছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইয়ন মরগান, ভারতীয় করুন নায়ার, রবিন উথাপ্পা ও পার্থিব প্যাটেল।
সাকিব সম্পর্কে ক্রিকট্রাকারের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাট এবং বল দুই দিকেই সমান পারদর্শী সাকিব। টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়কও তিনি। এটি তাকে এগিয়ে রাখবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেশ কয়েক বছর ধরে আইপিএলের অবিচ্ছেদ্য অংশ সাকিব বিদেশি খেলোয়াড় কোটার কারণে শেষ আসরে বেশি ম্যাচ খেলতে পারেননি। তিনি হয়তো সানরাইজার্স হায়দ্রবাদ ছেড়ে নতুন দলের দায়িত্ব নিতে পারেন।
Leave a reply