জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রতিবাদে আজ ‘ডে অব রেজ’ বা ক্রোধ দিবস পালন করছে ফিলিস্তিনীরা।স্বাধীনতাকামী সংগঠন- হামাসের ডাকে ফিলিস্তিনজুড়ে পালিত হচ্ছে এ কর্মসূচি। জুমা’র নামাজের পর বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি চলছে মধ্যপ্রাচ্য জুড়ে।
প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পরদিন বৃহস্পতিবার, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সাথে দফায়-দফায় সংঘাতে জড়ায় ফিলিস্তিনীরা। গতকালের বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয় কমপক্ষে ৩১ জন। চিকিৎসকরা জানিয়েছেন, রাবার বুলেট ও গুলিতে আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তেল আবিবের দাবি, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে ৩টি রকেট ছোঁড়া হয়। এর জবাবেই বাড়ানো হয়েছে সামরিক তৎপরতা। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে ছোঁড়া হয়েছে রাবার বুলেট। উদ্ভুত পরিস্থিতির কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাথে মাহমুদ আব্বাসের পূর্ব-নির্ধারিত বৈঠক রামাল্লা থেকে ওয়াশিংটনে সরিয়ে নিয়েছে হোয়াইট হাউস।
Leave a reply