কাবিন নামায় কুমারী শব্দ ব্যবহার করা যাবেনা: হাইকোর্ট

|

এখন থেকে বিবাহের কাবিননামায় নারী কুমারী কিনা তা উল্লেখ করা যাবেনা বলে রায় দিয়েছে হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই রায় দেয়।

রায়ে বলা হয় কাবিননামার ৫ নম্বর অপশনে নারী কুমারী কিনা তা উল্লেখ করা যাবেনা। আর একইসাথে পুরুষদের ক্ষেত্রে তিনি অবিবাহিত, বিপত্নীক বা তালাকপ্রাপ্ত কিনা তা উল্লেখ করতে হবে।

এরআগে কাবিননামায় কুমারী শব্দ ব্যবহারে আপত্তি নিয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী জেইড আই খান। তার করা রিটের ভিত্তিতে এই রায় দেন।

রায়ের প্রেক্ষিতে জেড আই খান বলেন, এই রায়ের ফলে একটি যুগান্তকারী নজির স্থাপন করা হলো। এরফলে বিবাহের সময় নারী-পুরুষ বৈষম্য কমে আসবে।

উল্লেখ্য, এরআগে বিবাহের সময় কাবিননামায় কনে কুমারী কিনা তা উল্লেখ করতে হতো। এই রায়ের ফলে এখন তা আর উল্লেখ করা যাবেনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply