সৎ পিতার ছুরিকাঘাতে প্রতিবন্ধী মেয়ের মৃত্যু

|

স্টাফ করেসপন্ডেন্ট, যশোর
যশোরে সৎ পিতার ছুরিকাঘাতে সুমি নামের এক প্রতিবন্ধি কিশোরী মারা গেছে। বুধবার রাত তিনটার দিকে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক পিতা নাজমুলকে আটক করতে পারেনি। নিহত সুমির মরদেহ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

যশোর কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সমীর কুমার সরকার জানান, সুমি ও তার মা রেশমা ঢাকায় ভিক্ষা করে। বুধবার রাতে রেশমার কাছে তার স্বামী নাজমুল বিশ হাজার টাকা দাবি করে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাধে। এই ঝগড়ার এক পর্যায়ে নাজমুল তার হাতে থাকা চাকু দিয়ে প্রতিবন্ধী সুমিকে আঘাত করে। রাত সাড়ে তিনটার দিকে গুরুতর অবস্থায় সুমিকে যশোর হাসপাতালে ভর্তির পর রাত পৌনে চারটার দিকে সে মারা যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply