জামালপুর প্রতিনিধি:
জামালপুর শহরে র্যাবের অভিযানে ৪ লিটার বাংলা মদসহ শহর যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিটু ও তার বন্ধু জাহিদ আহাম্মেদ সুমন নামে ২ জনকে আটক করেছে করেছে র্যাব।
মঙ্গলবার রাতে শহরের বসাকপাড়া মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাস করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালত।
র্যাব জানায়, মঙ্গলবার রাতে শহরের বসাক পাড়া মোড়ে অভিযান চালায় র্যাব। এসময় শহরের জিগাতলা এলাকার মৃত মাহফুজুর রহমানের ছেলে ওবায়দুর রহমান টিটুর প্রাইভেটকার তল্লাশি করে ৪ লিটার বাংলা মদ পাওয়া গেলে টিটু ও গাড়িতে থাকা তার বন্ধু দয়াময়ি মোড় এলাকার মৃত আব্দুর হালিমের ছেলে জাহিদ আহাম্মেদ সুমনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।
Leave a reply