তিন দিনের সফরে ফ্রান্সে প্রধানমন্ত্রী

|

ওয়ান প্ল্যানেট শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্যারিসের চার্লস দ্যাগল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইটটি। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ ইন্টারন্যাশনাল প্যারিস লি গ্রাভ-এ নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে এলিসি প্যালেসে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একশ’র বেশি বিশ্ব নেতা এই সামিটে যোগ দেবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘হাই লেভেল সেগমেন্ট’-এ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের বিষয় প্রাধান্য পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনদিনের সফর শেষে আগামী ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply