ভৈরবে দেশীয় অস্ত্রসহ ১১ ছিনতাইকারী গ্রেফতার

|

ভৈরব প্রতিনিধি:

ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

শনিবার দিনব্যাপী ভৈরব শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে পুলিশ। এসময় ছিনতাইকারীদের কাছ থেকে চাকু, ছোরা, রামদা ও গিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো বাজিতপুরের আরমান (১৯), ভৈরবপুর উত্তর পাড়া এলাকার আলীহোসেন (২০), একই এলাকার ইব্রাহিম (৩৫) , ঘোড়াকান্দার সবুজ (২৪), চাঁদপুরের সজীব (২৭), ভৈরব পৌর এলাকার আমলাপাড়ার শুভ (২২), ভৈরবের নিউটাউন এলাকার মোঃ আলম (৩০), পৌর এলাকার পুকুড় পাড় এলাকার আলমগীর (২২), ভৈরব বাজারের সবুর মিয়া (২৩), পৌর এলাকার জগনাথপুরের মোঃ মামুন (৩০) ও উপজেলার জামালপুর এলাকার জোনায়েত (২৭)।

গ্রেফতারকৃত ছিনতাইকারী গ্যাং লিডার আরমান ও আলী হোসেন পুলিশের কাছে একাধিক ছিনতাইয়ের কথা স্বীকার করে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মোখলেছুর রহমান জানান, শহরের ইদানীং চুরি ছিনতাই বৃদ্ধি পাওয়াই পুলিশ প্রতিদিন বিশেষ অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে আজ দিনের বেলা শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গ্যাং লিডার আরমানকে গ্রেফতারের পর তার জবানবন্দি অনুযায়ী বাকী ১০ জনকে পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply