‘জয় হিন্দ’ ও অডিও ফাঁস ইস্যুতে ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠকে রাবি প্রশাসন

|

রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের ‘জয় হিন্দ’ বলা ও নিয়োগ সংক্রান্তে উপ-উপাচার্যের অডিও ফাঁসকে কেন্দ্র করে ছাত্র সংগঠগুলোর সাথে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে প্রশাসন ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপচার্য, প্রক্টরিয়াল বডি এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, রাকসু আন্দোলন মঞ্চ ও ছাত্র ফেডারেশনের নেতারা অংশ নেন।

বৈঠকে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান জানান, তিনি প্রতিবেশী দেশের সাথে সম্প্রীতির বিষয়টি তুলে ধরতেই ‘জয় হিন্দ’ বলেছিলেন।

তিনি ওই বৈঠকে উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার ফোনালাপ ফাঁসের ঘটনায় দ্রুতই তদন্ত কমিটি গঠনের করা হবে বলে ঘোষনাও দেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা ফলপ্রসু দাবি করলেও ছাত্রনেতারা বলছেন, উপাচার্য জয় হিন্দ বলা নিয়ে যে ব্যাখা প্রদান করেছে সে বিষয়ে তারা সন্তুষ্ট। কিন্ত অডিও ফাঁসের ঘটনায় সন্তুষ্ট না। সে কারণে আগামীকাল থেকে ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার পদত্যাগ দাবিতে আবারো আন্দোলন শুরু করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply