৪৪ ক্রুসহ সাবমেরিন নিখোঁজের ঘটনায় নৌপ্রধানকে বরখাস্ত করলো আর্জেন্টিনা সরকার। শনিবার প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয় এই তথ্য। সাবমেরিন নিখোঁজ হওয়ার এক মাস পূর্ণ হয় শনিবার। তারই প্রতিবাদে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভ করেন নিখোঁজ ক্রুদের পরিবার ও মানবাধিকার কর্মীরা। এর জেরে নেভি এডমিরাল মারসেলো স্রুর-কে বরখাস্তের নির্দেশ দেয়া হয়। দু’সপ্তাহ আগেই আর্জেন্টিনা কর্তৃপক্ষ ক্রুসহ সাবমেরিনটি’র সন্ধানে অভিযানের সমাপ্তি ঘোষণা করে। তাদের দাবি এতোদিন পর আর কাউকে জীবিত উদ্ধার অসম্ভব। ১৫ নভেম্বর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে টহলরত অবস্থায় নিখোঁজ হয় স্যান হুয়ান সাবমেরিনটি। কর্তৃপক্ষের দাবি আর্জেন্টিনা উপকূল থেকে ২৬৮ মাইল দূরে ডুবোজাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়। ৬৬ মিটার লম্বা সাবমেরিনের খোঁজ চালায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসাও।
Leave a reply