জিসানকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

শীর্ষ সন্ত্রাসী জিসানকে আইনি প্রক্রিয়া শেষে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। দুপুরে রমনা কালীমন্দিরে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। পাশাপাশি দেশে বসে যারা বিদেশে সন্ত্রাসীদের সহায়তা করছে তাদেরও চিহ্নিত করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

উল্লেখ্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ (৪৯) গত বুধবার রাতে দুবাইয়ে গ্রেফতার করা হয়। জিসান ১৯৭০ সালে ঢাকার খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেন। বনানী, গুলশান, বাড্ডা, মতিঝিলসহ রাজধানীর কয়েকটি এলাকার ত্রাস ছিলেন জিসান। ২০০৩ সালে তিনি দেশ ছাড়েন।জিসান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। প্রায় দুই দশক আগে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে। ওই তালিকায় জিসানের নামও রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply