সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা অভিযান শুরু করলো তুরস্ক। বুধবার বিকেল থেকেই যুদ্ধবিমান থেকে ছোঁড়া হচ্ছে গোলা-বারূদ।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, কুর্দি গেরিলাদের সমূলে উৎপাটনের মাধ্যমে অঞ্চলটিতে ‘সেফ জোন’ গঠন করাই আঙ্কারার লক্ষ্য। সেখানে, তার দেশে আশ্রিত ২০ লাখ সিরীয় শরণার্থীকে ফেরত পাঠানোর ঘোষণাও দেন এরদোগান। যদিও তার একক সিদ্ধান্তে ক্ষুব্ধ গোটা বিশ্ব; নিন্দা জানিয়েছে ইইউ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুমকি দিয়েছেন, সিরিয়ায় সামরিক অভিযান চালানোর মূল্য দিতে হবে তুরস্ককে। সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিলো কুর্দিরা। কিন্তু, দেশটির সীমান্ত অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরই, সেখানে অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক।
Leave a reply