একযোগে দু’বছরের সাহিত্যে নোবেলজয়ীর নাম ঘোষিত হবে আজ। বাংলাদেশ সময় বিকাল ৫টায় আসবে ঘোষণা।
২০১৮ সালে, নোবেল কমিটির সদস্যের স্বামী ও জনপ্রিয় আলোকচিত্রী জ্যঁ ক্লদ আর্নোর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ আনা হয়। একইসাথে বলা হয়, বিজয়ীর নাম ফাঁস করেছেন তিনি। যার ফলে, স্থগিত করা হয় গেলোবার সাহিত্যে নোবেল প্রদান।
এবছর, অতিরিক্ত সাবধাণতা অবলম্বন করেছে রয়েল সুইডিশ একাডেমি। পাল্টেছে নোবেল কমিটির কাঠামোও। এবছর, নোবেল পাওয়ার দৌঁড়ে আছেন কানাডিয়ান সাহিত্যিক মারগারেট এটউড, এনি কারসন এবং রুশ ঔপন্যাসিক লিদুমিলা উলিৎস্কায়া। রয়েছেন গতবার বিকল্প পুরস্কার পাওয়া মারসি কোন্ডে। পোলিশ লেখক ওলগা তোকারজুক এবং কেনিয়ান সাহিত্যিক গুগি ওয়া থিংগো রয়েছেন তালিকায়।
Leave a reply