ইউল্যাবের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|

নানা আয়োজনে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডির ইউল্যাব ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সভাপতি শেখ কবির হোসেন।

অনুষ্ঠান অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট কাজী আনিস আহমেদ, সাবেক উপাচার্য জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক বক্তব্য দেন।

অতিথিদের বক্তব্যেরে পর সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের কাছে শুভেচ্ছা স্বারক হিসেবে স্যুভেনিয়ার ক্রেস্ট তুলে দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply