ইলিশ পরিবহন করায় ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

|

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ পরিবহন করায় শরীয়তপুরে ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সুপার জানান, গতকাল রাতে জেলা শহরের সদর হাসপাতালের সামনে ৪টি মোটর সাইকেলে পরিবহনের সময় প্রায় ৪ মণ মা ইলিশসহ হাতেনাতে কয়েকজনকে আটক করে স্থানীয়রা। এসময় পালিয়ে যায় ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

জানা যায়, আটককৃতরা সবাই পুলিশ সদস্য। রাতেই পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, ইলিশ পরিবহনের দায়ে এটিএসআই মন্টু হোসেন, কনস্টেবল সঞ্জিত সমাদ্দার ও কনস্টেবল হৃদয়কে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply