তুরস্কের আগ্রাসনের জবাব দেবে সিরিয়া: আসাদ

|

দেশের যেকোনো অংশে তুরস্কের আগ্রাসনের জবাব দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বৃহস্পতিবার রাস্ট্রীয় সংবাদ মাধ্যমে আসাদ বলেন, সিরিয়ার ভূখণ্ডের যে কোনো অংশে সম্পূর্ণ বৈধ উপায়ে তুরস্কের আগ্রাসনের জবাব দেয়া হবে। এখবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত সপ্তাহে উত্তর সিরিয়ায় অপারেশন শুরু হওয়ার পরে দামাস্কে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স হামলার শিকার হলে তিনি এ মন্তব্য করেন।

সীমান্ত নিরাপদ, সিরিয়ার অখণ্ডতা ও সিরিয়ান শরণার্থীদের নিরাপদে ফিরিয়ে দিতে চলতি মাসের ৯ অক্টোবর থেকে উত্তর সিরিয়ায় অপারেশন পিস স্প্রিং শুরু করেছে তুর্কি সরকার। উত্তর সিরিয়ার পূর্ব ফোরাত নদী পিকেকে/পিওয়াইডি ও ওয়াইপিজে মুক্ত করতে চায় আঙ্কারা।

৩০ বছর ধরে পিকেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে তুরস্ক। পিকেকে সংগঠনকে সন্ত্রাসী হিসেবে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন তালিকাভুক্ত করেছে। ওই সংগঠনটির হাতে এ পর্যন্ত নারী, কিশোর ও শিশুসহ ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply