সকালে যা খেলে শরীরে শক্তি বাড়াবে

|

বিভিন্ন রোগ নিরাময়ের জন্য দুধ ও মধু খুবই উপকারি। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল উপাদান। আর দুধের মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, ডি। রয়েছে ক্যালসিয়াম, প্রাণিজ প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড। দুধ ও মধু যখন একসঙ্গে মেশানো হয়, এটি আরো স্বাস্থ্যকর হয়ে ওঠে।

লাইফস্টাইল ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে, দুধের মধ্যে মধু মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়।

আসুন জেনে নেই দুধ ও মধু এক সঙ্গে খেলে যেসব উপকার।

১. পেট ফোলা ভাব বা হজমের সমস্যা হলে গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারে। এত পেটের সমস্যা ভালো হবে।এছাড়া এই খাবার পাকস্থলী থেকে গ্যাস বের করে দিতে সাহায্য করে এবং পেট ব্যথা কমায়।

২. দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম। আর মধুর মধ্যে রয়েছে রোগ নিরাময়কারী উপাদান। তাই দুধ ও মধুর মিশ্রণ হাড়ের জন্যও ভালো। এটি হাড়কে শক্তিশালী করে এবং ক্ষয়রোধে সাহায্য করে।

৩. সকাল গরম দুধের মধ্যে মধু মিশিয়ে খেলে কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এই খাবার সারা দিন শরীরের শক্তি জোগাতে সাহায্য করে।

৪. গরম দুধ ও মধু একসঙ্গে খেলে স্নায়ুর ওপর ভালো প্রভাব ফেলে ও মানসিক চাপ কমায়।

৫. দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে ঘুম ভালো হয়। মধু মস্তিষ্ককে শিথিল করে ও ঘুম ভালো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply