আইএস প্রতিষ্ঠাতা বাগদাদি হত্যা অভিযানের আংশিক ফুটেজ প্রকাশ করলো মার্কিন সেনাবাহিনী। এরফলে, তার অনুসারীরা বড় ধরনের হামলা চালাতে পারে; এমন সতর্কবার্তাও দিয়েছে পেন্টাগন।
অস্পষ্ট ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার থেকে নেমে জঙ্গিদের গুলি করার মাধ্যমে বাগদাদির গোপন আস্তানার দিকে এগোয় সেনারা। অভিযান শেষে, পুরো আস্তানা বিস্ফোরকের মাধ্যমে ধ্বংস করে দেয়া হয়।
ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তিনজন নয়, বাগদাদির সাথে বিস্ফোরণে আসলে মারা গেছে তার দুই সন্তান। এছাড়া, অভিযানে চার নারীসহ পাঁচজন মারা গেছে।
এদিকে, মৃত্যুর আগে উদভ্রান্তের মতো কেঁদে, চিৎকার করে বাগদাদির বাঁচতে চাওয়ার যে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কোনো প্রমাণ মেলেনি। বিষয়টি নিশ্চিত করতে পারেননি অভিযানের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জিও।
Leave a reply