বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে কোটি টাকার হিরোইন’সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় পোনে সাতটায় র্যাব তাদের আটক করে।
র্যাব ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের হিলবার্ড মোড়ে ক্রেতা সেজে র্যাব-৭ এর অফিসার মেজর মো: শামীম সরকার এবং এএসপি তারেক আজিজের নেতৃত্বে ১৬ সদস্যের একটি টিম অভিযান চালায়। এসময় হিরোইন’সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ৩টি পলিথিন প্যাকেটে মোড়ানো প্রায় এক কেজি হিরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা।
আটককৃতরা হলেন- পাইংচা সিং (৪০), এবং মংচাও মারমা (৪৫)। এদের প্রথম জনের বাড়ি রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী। অন্যজনের বাড়ি খাগড়াছড়ি জেলায় হলেও বান্দরবানে কালাঘাটায় বসবাস করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র্যাব-৭ এর কর্মকর্তা মেজর মো: শামীম সরকার জানান, ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীদের যোগাযোগ করা হয়। ১৫ লাখ টাকায় এক কেজি হিরোইন কেনার কথা বলে ফাঁদ পেতে মাদক ব্যবসায়ী চক্রের ২ জন সদস্যকে আটক করতে সক্ষম হয়েছি। আটক দুজন পাহাড়ী। তাদের কাছ থেকে ১ কেজি হিরোইন উদ্ধার করা হয়েছে। র্যাবের ১৬ সদস্য অভিযানে অংশ নেয়।
Leave a reply