মামলার শুনানিকালে গলা কেটে আত্মহত্যার চেষ্টা আসামির

|

নীলফামারীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চুরি মামলার শুনানি চলাকালে আত্মহত্যার চেষ্টা করেছে আসামি।

আজ সোমবার আসামি জাহিদুল ইসলাম শুভ কাঠগড়ায় দাঁড়িয়ে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনার পরপরই আদালতের নির্দেশে পুলিশ প্রহরায় তাকে দ্রুত আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, চাঁদপুরের কচুয়া থানার রহিমানগর গ্রামের জাহিদুল ইসলাম শুভকে সৈয়দপুর থানার একটি চুরি মামলায় সহদেব চন্দ্র রায়ের আদালতে শুনানি চলাকালে এ ঘটনা ঘটে। তার বাবার নাম আব্দুল মান্নান। হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সে চিকিৎসাধীন রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply