আবারও চাঁদে মহাকাশযান পাঠানোর তোড়জোড় শুরু করলো ভারত। লক্ষ্য- ২০২০ সালের নভেম্বরের মধ্যে তৃতীয় চন্দ্রাভিযান সম্পন্নে, এরই মধ্যে কাজ শুরু করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা- ISRO।
নতুন চন্দ্রযানে থাকবে শুধু একটি ল্যান্ডার এবং একটি রোভার। সেপ্টেম্বরে পাঠানো চন্দ্রযান-টু’র অরবিটার ঠিকভাবেই কাজ করছে বলে, চন্দ্রযান-থ্রি’তে আলাদা করে অরবিটার যোগ করা হবে না।
এরই মধ্যে কারিগরি কাজ পুরোদমে শুরু হয়েছে বলে ISRO সূত্রে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
গেলো জুলাই মাসে শ্রী হরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় মানুষবিহীন ‘চন্দ্রযান-টু’। ৪৭ দিনে প্রায় ৪ লাখ কিলোমিটার পথ ভালোভাবে পাড়ি দিলেও, চাঁদে অবতরণের মাত্র ২ কিলোমিটার আগে বিধ্বস্ত হয় মহাকাশযানটির ল্যান্ডার। অল্পের জন্য ব্যর্থতার খাতায় নাম লেখায় ১৪ কোটি ডলারের প্রকল্প।
Leave a reply