একাধিক সংকেত অমান্যেই ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনা: পূর্বাঞ্চল রেলওয়ে

|

একাধিক সংকেত অমান্য করাকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে পূর্বাঞ্চল রেলওয়ে।

মন্ত্রণালয় ও বিভাগীয় ৪টি তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

গতকাল তুর্ণা এক্সপ্রেসের চালক, সহকারি চালক ও গার্ডকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে লোকোমোটিভ স্টাফদের দেয়া উত্তরে সন্তুষ্ট হতে পারেননি কমিটির সদস্যরা।

আজই বিভাগীয় রেল কমিটির প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত হয়। এ ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের একটি ও রেলওয়ের ৪টি তদন্ত কমিটি কাজ করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply