করাচিতে পঙ্গপালের আক্রমণ, বিরিয়ানির সাথে খাওয়ার পরামর্শ পাক মন্ত্রীর!

|

পঙ্গপাল আক্রমণ করেছে পাকিস্তানের কিছু এলাকায়। করাচি শহরের বাসিন্দারা রীতিমত অতিষ্ঠ পোকাদের হামলায়। তবে দেশটির কৃষিমন্ত্রী ইসমাইল রাহু এনিয়ে মোটেও বিচলিত নন। তিনি জনগণকে আহ্বান জানিয়ে বলেছেন, এগুলো ধরে বিরিয়ানি রান্না করে খেতে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এমন খবর দিয়েছে।

গরম ও বর্ষায় প্রজননের পর পঙ্গপাল বেলুচিস্তানের ব্রিডিং জোন থেকে স্বাভাবিক পরিবেশে ফিরে যায়। তাই এই মওসুমে মরুভূমির এসব পঙ্গপাল মালির ও পাশের করাচি শহরে চলে আসে। পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে এই দপ্তর।

এদিকে সমস্যাটির সমাধানের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিন্ধুর কৃষিমন্ত্রী রাহুর কাছে।

তিনি বলেন, চারদিকে এত পঙ্গপাল! আপনি এগুলো দিয়ে বারবিকিউ বা বিরিয়ানি বানাতে পারেন। এগুলো দিয়ে বড় বড় ডিশ তৈরি করা যেতে পারে। পঙ্গপাল মানুষের শরীরে কোনও ক্ষতি করবে না! এগুলো রান্না করে খাওয়া যেতে পারে। এতে কোনও ক্ষতি হবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply