রেল দুর্ঘটনার পেছনে চক্রান্ত আছে কি না তা তদন্ত করে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

|

রেল দুর্ঘটনার পিছনে কোন চক্রান্ত বা দুরভিসন্ধি আছে কিনা, তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাতে সংসদের চলতি অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ কথা জানান।

সমাপনী ভাষণের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেল দুর্ঘটনায় ১৬ জন নিহতের ঘটনায় দু:খ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, কুয়াশার কারণে চালক সিগন্যাল দেখতে পায়নি বলেই দুর্ঘটনা ঘটেছে। কসবা এবং সিরাজগঞ্জের উল্লাপাড়াসহ রেল দুর্ঘটনার পিছনে অন্যকোন চক্রান্ত আছে কিনা তা তদন্ত করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

পেঁয়াজ সংকট নিরসনে সরকারের উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ৫০ হাজার মেট্রিকটন পেঁয়াজ আনা হচ্ছে। যা সারাদেশে টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে।

মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। এছাড়া, ভেজাল খাবার বিরোধী অভিযান অব্যাহত রাখার কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ, শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। বাংলাদেশে দারিদ্র বলে কিছু থাকবেনা। মৌলিক চাহিদাগুলো পূরন করতে কাজ করছে সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply