কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় হাত-পা বাধা অবস্থায় এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ৯টার দিকে জেলার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেন শ্রীমন্তপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
জানা যায়, গতকাল সন্ধ্যার পর বাড়ি থেকে চা দোকানে যায় জাকির হোসেন। রাতে আর তিনি বাড়ি ফিরেন নি। আজ সকালে জাকির হোসেনের নিজ বাড়ির পাশের পুকুর পাড়ে মৃত দেহ পরে থাকতে দেখে পুলিশকে কবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে । নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
Leave a reply