অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, চুয়াডাঙ্গায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

|

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিবাদে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের ঘেরাও করে রাখে ব্যবসায়ীরা। লাঞ্ছিত হয়েছেন সাংবাদিকরাও।

দুপুরে শহরের নিচের বাজার পাইকারী আড়তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করায় নাফিজা বাণিজ্যালয়কে ২০ হাজার এবং জাহাঙ্গীর বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এতেই ক্ষুব্দ হয় ব্যবসায়ীরা।

একপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের প্রায় আধাঘণ্টা ঘেরাও করে রাখে তারা। সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের লাঞ্ছিত করে ব্যবসায়ীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply