রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খানম মিম নিহতের ঘটনায় করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। ইতিমধ্যে আসামীদের আদালতে হাজির করা হয়েছে।
বিকেল ৩টার দিকে এ রায় ঘোষণা করবেন ঢাকা মহানগর দায়জার জজ আদালতের বিচারক ইমরুল কায়েস। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষ।
এর আগে ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ আজ রায়ের জন্য দিন ধার্য করেন। এ মামলায় ৪১ সাক্ষীর মধ্যে ৩৭ জন সাক্ষ্য দেন।
২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় রাজীব ও দিয়া নিহত হন। এর পরেই নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। ঢাকাসহ সারাদেশে স্বতস্ফুর্তভাবে আন্দোলন গড়ে তোলেন সাধারণ মানুষও। এতে অচল হয়ে যায় ঢাকা।
অভিযুক্ত বাস চালকদের আটক করলে প্রধানমন্ত্রীর আশ্বাসে আন্দোলন থেকে সরে আসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
Leave a reply