চালের উচ্চমূল্যে দারিদ্র্যের কবলে ৫ লাখ ২০ হাজার মানুষ: গবেষণা সংস্থা

|

চালের দাম বৃদ্ধিতে দারিদ্র্যর হার বেড়েছে শূন্য দশমিক ৩২ শতাংশ। এ বছর চালের অস্বাভাবিক উচ্চমূল্যের কারণে দারিদ্র্যের কবলে পড়েছেন ৫ লাখ ২০ হাজার মানুষ। এ তথ্য দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সানেম।

সংস্থাটি জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে যে পরিমাণ চাল আমদানি হয়েছে, তা গত অর্থবছরের পুরো আমদানির প্রায় পাঁচগুন।

আজ শনিবার সকালে ত্রৈমাসিক অর্থনৈতিক পর্যালোচনা তুলে ধরে সানেম। তাতে সুপারিশ আকারে বলা হয়, চাল রফতানিকারক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কৌশলগত চুক্তি করা দরকার।

ব্যাংকিং খাতে কেলেঙ্কারির জন্য অব্যবস্থাপনা, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতাকে দায়ী করে গবেষণা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সংশোধিত ব্যাংক কোম্পানি আইন এ খাতকে ভঙ্গুর করে দিতে পারে।

গবেষকরা আশংকা প্রকাশ করেছেন বিনিয়োগ নিয়েও। জানিয়েছেন, বর্তমানে সরকারি বিনিয়োগ বাড়লেও, ব্যক্তি বিনিয়োগ পর্যায়ের বাড়ছে না। ২০০৮-০৯ অর্থবছরে মোট বিনিয়োগে সরকারি অবদান সাড়ে ১৬ শতাংশ হলেও এখন তা এক চতুর্থাংশের বেশি।

রফতানি প্রবৃদ্ধিও কমছে জানিয়ে বলা হয়, চামড়া খাতকে ‘বছরের পণ্য’ হিসেবে ঘোষণা দেয়া হলেও এর রফতানি কমেছে প্রায় তিন শতাংশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply