কেনিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১১ জনের। নিহতদের মধ্যে রয়েছেন আটজন পুলিশ কর্মকর্তা। শনিবার, দেশটির কোতুলো শহরের একটি যাত্রীবাহী বাসে হয় এ হামলা। সোমালিয়ার সীমান্ত থেকে মান্দেরা শহরে যাচ্ছিলো বাসটি। মাঝপথে থামায় জঙ্গিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেছে বেছে সোমালীয় নন, এমন যাত্রীদের টার্গেট করে বন্দুকধারীরা। সোমালীয় বংশোদ্ভূত কেনীয় নাগরিকদের বসবাস রয়েছে অঞ্চলটিতে। দায় স্বীকার করে আল-শাবাব জানিয়েছে, ছদ্মবেশী গোয়েন্দা আর সরকারি কর্মকর্তারা ছিলো হামলার লক্ষ্য। আগেও, গোষ্ঠীটির সন্ত্রাসী তৎপরতার শিকার হয়েছে কেনিয়া।
Leave a reply