কাশ্মিরের বিশেষ মর্যাদা বিলোপ এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর; প্রথমবার এ ইস্যুতে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সংস্থাটির সদর দফতরে হবে এ রূদ্ধদ্বার বৈঠক। উপত্যকায় সরকারের নিপীড়ন এবং অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে- এই মর্মে উদ্বেগ প্রকাশ কোরে ১২ ডিসেম্বর জাতিসংঘে একটি চিঠি দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। যাকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিষদে চিঠি’টি পাঠায় স্থায়ী সদস্য চীন। অবশ্য, বৈঠকের আলোচনার বিষয়গুলো অস্পষ্ট।
চলতি বছরের ৫ আগস্ট, নির্বাহী ক্ষমতাবলে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল করেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। পরে, রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। এখনো বর্হিবিশ্বের সাথে স্বাভাবিক হয়নি অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থা।
Leave a reply