ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করবে আইসিসি

|

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসি। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন আইসিসির প্রধান কৌসুলি ফেতু বেনসুদা।

তিনি বলেন, ফিলিস্তিনের পরিস্থিতি খতিয়ে দেখার যথেষ্ট কারণ রয়েছে। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে দাবি করেন তিনি। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি নেতারা।

অন্যদিকে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। এর আগে ২০১৫ সালে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছিলেন বেনসুদা। তবে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র উভয়েই প্রত্যাখ্যান করে আইসিসির তদন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply