নাগরিকত্ব সংশোধন বিল: উত্তর প্রদেশে সহিংসতায় নিহত ১০

|

ভারতে নাগরিকত্ব আইনের সংশোধনীকে কেন্দ্র করে, উত্তরপ্রদেশে শুক্রবারের সহিংসতায়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। অবশ্য নিহতের সংখ্যা ৬ জন বলে দাবি রাজ্য পুলিশের।

চলমান বিক্ষোভে গেল দুদিনে, রাজ্যটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। তবে নিরাপত্তা বাহিনীর গুলিতে কেউ নিহত হয়নি বলে দাবি উত্তর প্রদেশের পুলিশ প্রধানের। পুলিশের পক্ষ থেকে একটিও গুলি ছোড়া হয়নি বলে জানান তিনি।

তিনি আরো বলেন, কোনো গোলাগুলির ঘটনা হয়ে থাকলে তা বিক্ষোভকারীদের তরফ থেকেই হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর রাজ্যের ১৩ জেলায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। গভীর রাত পর্যন্ত বিক্ষোভে উত্তাল ছিল নয়াদিল্লী। রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে জড়ো হয়ে আটক ৪০ বিক্ষোভকারীর মুক্তির দাবি জানান আন্দোলনকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply