রোহিঙ্গাদের ফেরত পাঠাতে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

|

ফাইল ছবি

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারকে চাপ দিতে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

আজ সোমবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সোভিয়েত এলামনাই এসোসিয়েশন আয়োজিত ৫ম এশিয়ান কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, রাশিয়ার অনেক প্রভাব রয়েছে মিয়ানমারের ওপর। তারা যদি যথেষ্ট চাপ প্রয়োগ করে তাহলে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার সুযোগ হবে।

সোভিয়েত এলামনাই এসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. তাসকিম এ খান বলেন, পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সুপরিচিত হবে।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে এলামনাই সদস্যদের সফলতার ভিত্তিতে সম্মাননা প্রদান করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply