ডাকসুতে হামলার ঘটনায় আহত তুহিন ফারাবির অবস্থার উন্নতি হয়েছে। লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে তার।
এই ঘটনায় আহত ভিপি নুরসহ বেশ কয়েকজন চিকিৎসাধীন আছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
গতকাল রাতে নুরকে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। এসময়, এই হামলার ঘটনায় জড়িত এবং হাসপাতালে মিছিলকারিদের শাস্তির আওতায় আনার কথা বলেছেন তারা।
রোববার, ডাকসুতে ভিপি নুর ও তার কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এজন্য ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকে দায়ী করেছে নুরের সমর্থকরা। তবে, ছাত্রলীগ নেতারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভিপি নুর বহিরাগতদের দিয়ে সহিংসতা করেছেন।
হামলার প্রতিবাদে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ।
Leave a reply