বিয়ের আসরেও বিক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে ভারতে বিতর্কিত মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের (সিএএ) বাতিলে বিরুদ্ধে।
দেশটিতে চলমান গণবিক্ষোভে যুক্ত হয়েছে এই অভিনব প্রতিবাদ।
ভারতের সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরপাক খাচ্ছে বিয়ের আসরে জানানো সেসব প্রতিবাদের ছবি।
যেখানে দেখা গেছে, একাধিক বিয়ের আসরের বর-কনেরা আইনটির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। এছাড়াও বিক্ষোভ জানাতে বিয়ের সাজেই বর-কনেদের রাস্তায়ও নেমে আসতে দেখা গেছে। শুধু তাই নয় বিবাহপূর্ব ফটোগ্রাফিতেও দেখা গিয়েছে সিএএ ও এনআরসি নিয়ে প্রতিবাদ।
দুই নবদম্পতিকে দেখা গেছে, বিয়ের সাজে বিক্ষোভে অংশ নিয়ে সিএএ ও এনআরসি বাতিলের দাবিতে রাস্তায় নেমেছেন। এই আইনকে ধর্মীয় বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন তারা।
বিতর্কিত নাগরিকত্ব আইনের বাতিলে বর-কনে ও হবু দম্পতির এভাবে প্রতিবাদের বিষয়টি নেটিজেনরা প্রশংসা করছেন।
শংকর দাস নামে এক ব্যক্তি টুইটার পোস্টে এ রকম পাঁচটি বিয়ের ছবি দেখা গিয়েছে। যেখানে বর-কনেরা সিএএ ও এনআরসির বিরুদ্ধে প্ল্যাকার্ড প্রদর্শন করছে।
ইন্ডিয়া টুডের খবর, দেশটির দক্ষিণের কেরালা রাজ্যে বিয়ের আসরে এমন প্রতিবাদের ঘটনা ঘটেছে।
Leave a reply