কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

|

কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা পাওয়ার হাউস যাত্রী ছাউনির সামনে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছে। নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট গ্রামের আব্দুস সালামের ছেলে মেজবাউল ওরফে মাসুম (৩৫), তার স্ত্রী রুনা বেগম (২৬), মা মাহমুদা খাতুন (৫৫), ছেলে রুজভী (৯ মাস) ও সিএনজির ড্রাইভার মোঃ জামান (৩২)। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা দুর্ঘটনাস্থলেই মারা যান, মারাত্মক আহত মেজবাইল ও তার মা মাহমুদা খাতুনকে উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ওসি তদন্ত সুভ্র প্রকাশ দাস জানান, বিকেল ৩টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় বিপরীতমুখী দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। আহত নারী ও এক শিশুকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এছাড়া সিএনজি’র দুই যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply