বিক্ষোভ ঠেকাতে জুমার নামাজ ঘিরে কঠোর অবস্থানে ভারত সরকার

|

আজ জুমার নামাজের পর নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।

আগ্রা, আলিগড়সহ উত্তরপ্রদেশের ৮ জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। এছাড়া, স্পর্শকাতর এলাকাগুলোয় মোতায়েন রয়েছে বাড়তি নিরাপত্তা সদস্য।

গেলো শুক্রবার, জুমার পর, নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয় উত্তর প্রদেশের মসজিদগুলোতে। সহিংসতায় কেবল এ রাজ্যেই প্রাণ গেছে ২১ জনের। এসব মৃত্যুর সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সংশ্লিষ্টতা নেই সেটা স্পষ্ট করতে বেশকিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে পুলিশ।

সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৩২৭টি মামলা দায়ের করা হয়েছে। কোথাও ভাংচুর হলে বিক্ষোভকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়ের হুমকি দিয়েছে রাজ্য সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply