মিরপুরে বস্তিতে আগুন, খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

|

রাজধানীর মিরপুরে কালশীতে বস্তিতে আগুন লেগে দিশেহারা হয়ে পড়েছে আগুনে ঘর পুড়ে যাওয়া শতাধিক পরিবার। মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে রাত থেকেই কনকনে শীত আর বৃষ্টির মধ্যে তারা রয়েছে খোলা আকাশের নিচে।

বস্তির বাসিন্দারা জানান, আগুন লাগার পর শুধু প্রাণ নিয়ে বের হয়ে আসতে পেরেছেন তারা। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ার ফলে নিজেদের রুম থেকে কিছুই নিয়ে বের হতে পারেন নি।

সকাল হলেই তারা পুড়ে যাওয়া ঘরের স্থানে খুজতে থাকেন অক্ষত অবস্থায় কিছু পাওয়া যায় কিনা।

বস্তির বাসিন্দারা জানান আগুনে আনুমানিক দেড়শ ঘর পুড়ে গেছে, ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৫ শতাধিক বাসিন্দা।

এরআগে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তারপর রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন জানান, রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আর রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply