তালেবান নেতৃবৃন্দ আফগানিস্তানে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। রোববার দেশটির সরকারে সঙ্গে আলাপ-আলোচনার পর ওই সিদ্ধান্তের কথা জানান তালেবান নেতারা।
ফলে আলোর মুখ দেখছে ট্রাম্পের বাতিল করে দেয়া মার্কিন-তালেবান শান্তিচুক্তি। খবর দ্যা ডনের।
গত বছরের জুন থেকে ১৮ বছর ধরে চলমান আফগান যুদ্ধ অবসানের লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান কর্মকর্তারা।
বেশ ভালোই চলছিল আলোচনা। গত ২ সেপ্টেম্বর আফগানিস্তানবিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি জালমাই খালিলযাদ জানান, তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন দিলেই তা স্বাক্ষরিত হবে।
এর পর গত ৮ সেপ্টেম্বর ট্রাম্প টুইটে জানান, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও তালেবান নেতাদের সঙ্গে ক্যাম্প ডেভিডে প্রস্তাবিত বৈঠক বাতিল করার পাশাপাশি তালেবানের সঙ্গে শান্তিচুক্তি বাতিল করেছেন।
ট্রাম্প আরও জানান, তিনি তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা স্থগিত রাখারও নির্দেশ দিয়েছেন।
এর কারণ হিসেবে তিনি কাবুলে তখন তালেবানদের বোমা হামলায় এক মার্কিন সেনা ও ১১ জন নিহত হওয়ার কথা উল্লেখ করেন।
আফগানিস্তানে বর্তমানে ১২ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।
Leave a reply