নতুন বছরে বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সকালে গণভবনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে, ২০১৩ সালে আওয়ামী লীগ সরকার ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। আমরা শিক্ষকদের বেতন ও সম্মান বাড়িয়ে দিয়েছি, বিনামূল্যে বই দিচ্ছি, স্কুল ফিডিং চালু করেছি। আমরা শিশুদের খেলাধুলায় প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করে দিয়েছি।
তিনি বলেন, আমরা শিশুদের সৃজনশীলতা বাড়াতে সাংস্কৃতিক চর্চায় উৎসাহ দিচ্ছি। এ সরকার প্রাক প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক পদ্ধতিতে এগিয়ে নিতে চায় এরই ধারাবাহিকতায় নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ হচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চালু করেছে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু করেছে। এখনকার শিশুরা আমাদের চেয়ে মেধাবী কারণ তারা প্রযুক্তি শিক্ষা পাচ্ছে।
Leave a reply