বৃষ্টি ঝরিয়ে ফের দেশের উত্তর, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেড়েছে শীতের দাপট। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১১.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের সাথে হিমেল বাতাসের দাপটে নেমেছে তাপমাত্রার পারদ।
শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। শিগগির দেশজুড়ে আরও দুটি শৈত্য প্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তীব্র ঠাণ্ডায় হাসপাতালগুলোয় শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের চাপ এখনও কমেনি। ঘন কুয়াশার কারণে ভোরে কয়েক ঘণ্টা বন্ধ থাকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ফেরি চলাচল।
Leave a reply