ইনজুরি আক্রান্ত হয়ে সাজঘরে ফিরলেন ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে ক্যাচে ধরতে গিয়ে বাঁ-হাতের আঙ্গুলে চোটাক্রান্ত হয় জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি।
খুলনার ইনিংসের ১১তম ওভারে বোলিং পজিশনে ছিলেন মেহেদী হাসান। তার বলে সজোরে ব্যাট চালান খুলনার দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান রাইলি রুশো। দ্রুত গতিতে আসার বলটি তালুবন্দী করতে জাম্প দেন।
কিন্তু বলটি তার হাতে লেগে মাটিতে পড়ে যায়। বলটি মাশরাফির হাতুলে জমা না হয়ে তার আঙ্গুলে লাগে। যে কারণে প্রচণ্ড ব্যথা পান ঢাকা প্লাটুন অধিনায়ক। মাঠে সামান্য শুশ্রুষা নিয়ে সাজঘরে ফেরেন মাশরাফি।
Leave a reply