৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

|

ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে পণ্যবাহী ট্রাকের চালক ও যাত্রীরা।

দুই ঘাটে পারাপারের অপেক্ষায় ট্রাকের দীর্ঘ সারি ছিলো। সেটি আস্তে আস্তে পার হচ্ছে।

এর আগে, রাত বাড়ার সাথে সাথে ঘন কুয়াশা বেড়ে যায়। এতে মারাত্মকভাবে ব্যাহত হয় ফেরি চলাচল। সেইসাথে ফগ লাইট না থাকায়, দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ভোগান্তি এড়াতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিএ। অন্যদিকে, ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply