টেলিভিশন সংবাদ বা অনুষ্ঠানের লিংক কপি করে চালানো গুরুতর অপরাধ: হাইকোর্ট

|

টেলিভিশন চ্যানেলগুলোর সংবাদ কিংবা অনুষ্ঠানমালার লিংক কপি করে চালানো গুরুতর অপরাধ; এতে টিভি চ্যানেলগুলোর অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এমন অভিমত জানিয়েছেন হাইকোর্ট।

দেশের অনলাইন নিউজ পোর্টালগুলোতে প্রায়শ সংবাদের সাথে অন্যের ভিডিও লিংক জুড়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে রিট করে একটি বেসরকারি টিভি চ্যানেল। শুনানি শেষে বিচারকরা এই মন্তব্য করেন।

পাশাপাশি, বিটিআরসি কেনো বিষয়টি মনিটরিং করছে না তা জানাতে ৪ সপ্তাহের সময় বেধে দেন আদালত। যদি কোনো সাইটে চ্যালেনের ভিডিও লিংক ব্যবহার করা হয় তবে তার নিচে ওই চ্যানেলের মালিকের নাম ঠিকানা যুক্ত করতে হবে এবং নির্দেশনাও দেন আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply