ঋণ জালিয়াতির মামলায় বেসরকারি এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হক এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সকাল সাড়ে ৯টার দিকে দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।
ব্যাংকের আরও একজন সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামিম আহমেদ চৌধুরী এবং হেড অব ফাইনান্সিয়াল ইন্সটিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালকে আগামী রোববার জিজ্ঞাসাবাদ করা হবে।
একই ঘটনায় ২ জানুয়ারি ব্যাংকটির আরো পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমডিসহ ৯ কর্মকর্তার বিরুদ্ধে সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠান তৈরি করে, দেশ থেকে প্রায় ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ওয়াহিদুল হক সাংবাদিকদের জানান, এ বিষয়ে যা বলার তিনি দুদককে তা’ জানিয়েছেন।
Leave a reply