বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল সাড়ে ১০টার পর হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। দলের নব-গঠিত কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত সভায় যোগ দেয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার।
Leave a reply