আরও কম সংগ্রহেও জিতেছে বাংলাদেশ, তবে…

|

৬ উইকেটে ১৩৬ রান। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে শুরু করার প্রত্যয়ে শুরু করে আরও নাজুক দশা। টাইগার সমর্থকদের হতাশাটাও তাই বেশি। এই মামুলি সংগ্রহে টি-টোয়েন্টির নাম্বার ওয়ান দলকে হারানোর আশা করা কতটা যৌক্তিক সেটি সময়ই বলে দেবে। তবে টি-টোয়েন্টিতে এর চেয়ে কম সংগ্রহ নিয়েও জয়ের নজির আছে বাংলাদেশ দলের।

ঘরের মাঠে ২০১৬ এশিয়া কাপে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৩ রান তুলেছিল বাংলাদেশ। এরপর প্রতিপক্ষকে অলআউট করেছিল মাত্র ৮২ রানে। তবে সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত। তাই সে রেকর্ড থেকে অনুপ্রেরণা নিয়ে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হারানোর চিন্তা করাটা অবাস্তবই বটে।

তবে সিরিজ বাঁচাতে হলে আপাতদৃষ্টিতে অবাস্তব এই লক্ষ্যের পেছনেই যে ছুটতে হবে মাহমুদউল্লাহদের।

আপডেট: শেষ পর্যন্ত ৯ উইকেটের বিশাল পরাজয় বরণ করতে হলো বাংলাদেশকে। বাবর ৪৪ বলে ৬৬ রানে ও হাফিজ ৪৯ বলে ৬৭ রানে অপরাজিত থেকে ৩ ওভার ২ বল বাকি থাকতেই পাকিস্তানের সিরিজ জয় নিশ্চিত করলো।
স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৬/৬ (তামিম ৬৫, নাঈম ০, মেহেদি ৯, লিটন ৮, আফিফ ২১, মাহমুদউল্লাহ ১২, সৌম্য ৫*, আমিনুল ৮*; হাসনাইন ২/২০)।
পাকিস্তান: ১৬.৪ ওভারে ১৩৭/১ (হাফিজ ৬৭*, বাবর ৬৬*)।
ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply