কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করছে ২১ ইয়াবা ব্যবসায়ী।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকলে টেকনাফ সরকারী কলেজ মাঠে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক কাছে আত্মসমর্পণ করে। এ সময় তারা ২১ হাজার পিস ইয়াবা ও ১০টি আগ্নেয়াস্ত্র জমা দিয়েছে। ৯টি শর্তে এই ইয়াবা ব্যবসায়ীরা আত্মসমর্পণ করে। গত বছরে টেকনাফে ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণের পরে এটি ২য় আত্মসমর্পণ।
আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন ইয়াবা ব্যবসায়ীদের কোন ছাড় নেই। দেশের যুব সমাজকে রক্ষায় ইয়াবা নির্মূলে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে। ইয়াবা ব্যবসায়ীরা যতোই ক্ষমতাবান হোক তাদের কোন ধরনের ছাড় দেয়া হবেনা।
কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: জাকির হোসেন খান, কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এড: সিরাজুল মোস্তফা, কমিউনিটি পুলিশিং ফোরামের কক্সবাজার জেলা সভাপতি সাংবাদিক তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বাহাদুর, টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন ।
গতবছরের ১৬ ফেব্রুয়ারি প্রথম দফায় ১০২ জন ইয়াবা গডফাদার ও ব্যবসায়ী টেকনাফ পাইলট হাই স্কুল মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেছিলেন। একই দিন আত্মসমর্পণকৃত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়ে ৩লাখ ইয়াবা ও ৩০টি অস্ত্রসহ দুইটি পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছিল।
গত ২০ জানুয়ারি সেই মামলা দুইটির অভিযোগপত্র প্রদান করেছে পুলিশ। আত্মসমর্পণকারী ১০২ জনের মধ্যে অসুস্থতায় একজন মৃত্যুবরণ করেছেন বাকি ১০১ জন এখনো কারাগারে রয়েছেন।
Leave a reply