৩৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৩৮ জনকে নিয়োগের নির্দেশ

|

৩৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৩৮ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে তাদের নিয়োগ দিতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

এর আগে, নিয়োগবঞ্চিত হয়ে ৩৮ জন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে রিট করেন। পরে হাইকোর্ট প্রথমে রুল জারি করেন এবং আজ এ রায় দেন।

রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সালাহ উদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী। তবে রাষ্ট্রপক্ষ বলছে, তারা আপিল বিভাগে যাবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply