৩৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৩৮ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে তাদের নিয়োগ দিতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
এর আগে, নিয়োগবঞ্চিত হয়ে ৩৮ জন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে রিট করেন। পরে হাইকোর্ট প্রথমে রুল জারি করেন এবং আজ এ রায় দেন।
রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সালাহ উদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী। তবে রাষ্ট্রপক্ষ বলছে, তারা আপিল বিভাগে যাবেন।
Leave a reply