নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে ইয়াবাসহ ৬ মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নরসিংদী শিবপুর বান্ধারদিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী আছিয়া বেগম (৪৮)কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নরসিংদী গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপণ কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নূরে আলম, মোস্তাক আহম্মেদ, তাপস কান্তি রায় ও জাকারিয়া আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে শিবপুর বান্ধারদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩শত ইয়াবাসহ এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেন। সে নরসিংদীর পৌর শহরের রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতোপূর্বে ৬ টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে শিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে।
Leave a reply