দিনাজপুরে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছুরিকাঘাতে নিহত

|

দুর্বৃত্তের ছুরিকাঘাতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মজনুর রহমান মজনু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, উপজেলার শুকদেবপুর চৌরাস্তার মোড় নামক এলাকায় ঘটনাটি ঘটে। অর্থনৈতিক লেনদেন নিয়ে দিনাজপুর শহর থেকে আসা একটি গ্রুপের সাথে কথা বলার সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মজনু মারাত্মকভাবে আহত হয়।

প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় বিএনপি নেতা শফিকুর রহমান জানান, জনৈক সজল চৌধুরীর কাছে টাকা পেত নিহত মজনু। গতকাল রাতে দিনাজপুর থেকে আসা ১০/১৫ জনের একটি গ্রুপ টাকা দেয়া কথা বলে মজনুকে ডেকে নেয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply